Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে


কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব অপরিসীম। জাতীয় জিডিবি তে প্রাণিসম্পদ খাতের অবদান ২.৭৯%; কৃষিতে ১৭.১৫%। প্রায় ৭৬% প্রাণিজ আমিষ সরবরাহ হয়ে থাকে প্রাণিসম্পদ খাত হতে। অধিকন্তু মোট রপ্তানি আয়ে প্রায় ৪.৩১% আসে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে। বাংলাদেশের প্রায় ২০% লোক সরাসরি ও প্রায় ৫০% লোক পরোক্ষভাবে প্রাণিসম্পদের উপর নির্ভরশীল। বিগত পঞ্চবার্ষিকীজুড়ে এ খাতটি ৫.৫৮% হারে প্রবৃদ্ধি অর্জন করে আসছে এটি নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক। দারিদ্র বিমোচন, জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন সহ প্রায় ৮ প্রকার মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনে প্রাণিসম্পদ খাত বলিষ্ট ভুমিকা রেখে চলছে। বাড়তি আমিষের যোগান, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা আহরণ ও নারীর ক্ষমতায়নের জন্য প্রাণিসম্পদ খাতকে বর্তমান সরকার অনেক বেশি গুরুত্ব দিচ্ছে।

 

এক নজরে ইটনা উপজেলা:

সাধারণ তথ্যাবলী

১. জনসংখ্যা-      : 132948  জন

        ক) পুরুষ----:52.14% 

         খ) মহিলা---47.86% 

২. আয়তন-         : 401.94 km2 (155.19 sq mi) 

৩. ইউনিয়ন        : ৯ টি

৪. মৌজার সংখ্যা   : ৯৩ টি

৬. গ্রামের সংখ্যা    : ১১৬  টি

৮. হাসপাতাল       :০১ টি

৯. প্রাণি হাসপাতাল : ০১ টি

 

বিভাগীয় স্থাপনাসমুহ

১. উপজেলা প্রাণিসম্পদ দপ্তর     : ০১ টি

২. কৃত্রিম প্রজনন সেবা কেন্দ্র     : ৬ টি


প্রাণিসম্পদ দপ্তরের সাধারণ কার্যক্রম:

১. গবাদি প্রাণি ও হাস-মুরগীর চিকিসসা সেবা

২. উপজেলা দপ্তর ও বিভিন্ন এলাকায় টিকা প্রদান কার্যক্রম

৩. কৃত্রিম প্রজনন কার্যক্রম

৪. খামার রেজিস্ট্রেশন কার্যক্রম

৫. প্রশিক্ষণ কার্যক্রম

৬. ক্ষুদ্র ঋণ কার্যক্রম

৭. খামারী দের সচেতনতা বিষয়ে কার্যক্রম

৮. উন্নত জাতের ঘাস চাষ ও কাটিং বিতরণ।

৯. জরুরী প্রয়োজনে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন ও সেবা প্রদান।

 

অন্যান্য কার্যক্রম:

  1. নিরাপদ গো-মাংস উতপাদন নিশ্চিতকরন কার্যক্রম
  2. প্রাণিসম্পদ ইনোভেশনের মাধ্যমে নিয়মিত সেবা প্রদান
  3. গবাদি প্রাণি হৃষ্টপুষ্ট করনে রাসায়নিক ব্যবহার রোধ সংক্রান্ত অবহিত করন সভার আয়োজন।
  4. পবিত্র ঈদ-উল-আজহা/প্রাকৃতিক দুরযোগে ভেটেরিনারি মেডিকেল টিমের মাধ্যমে মনিটরিং ও সেবা প্রদান
  5. ভেটেরিনারি ঔষধের দোকান/ফিড মিল/খামার পরিদর্শন
  6. বায়োগ্র্যাস প্ল্যান্ট স্থাপন কার্যক্রম
  7. খামারীদের জীব নিরাপত্ত সম্পর্ক সচেতনামুলক সভার আয়োজন করা
  8. লাইভ বার্ড মাকের্ট নিয়মিত মনিটরিং কার্যক্রম।

 

প্রাণিসম্পদ পরিসংখ্যান:

০১. গরু---৪৫৫১৮ টি .

০২. মহিষ-৫৩০ টি

০৩. ছাগল-৬২১৫টি

০৪. ভেড়া-৫২৯ টি

০৫. মুরগী--১৪২২০০ টি

০৬. হাস-২৫৮০৩১ টি

০৭. কবুতর-৭৮৩ টি

০৮. টার্কী-০   টি

০৯. কোয়েল-২২৫ টি

গবাদি প্রাণি হাসমুরগীর খামারের তথ্যাদি

০১. দুগ্ধ খামার- ৩৮ টি

০২.ছাগল খামার- ১০ টি

০৩. ভেড়ার খামার-১২ টি

০৪, লেয়ার খামার-২৭ টি

০৫. ব্রয়লার খামার-৯০ ‍টি

০৬. সোনালী খামার-০৫ টি

০৭. হাসের খামার-১২৩ টি

০৮. কবুতর- ২ টি

০৯ কোয়েল-০১ ‍টি

বিভাগীয় জনবল

০১.  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা-  ০১ জন (শূন্য পদ -০১)

০২.  ভেটেরিনারি সার্জন---------০১ জন (কর্মরত -০১)

০৩. উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা………….০৬ জন (কর্মরত -০৩,শূন্য পদ-০৩ )

০৪. অফিস সহকারী কাম কম্পিউটার-------০১ জন (শূন্য পদ -০১)

০৫. ড্রেসার------------------------০১ জন (শূন্য পদ -০১)

০৬. অফিস সহায়ক---------------০১ জন (শূন্য পদ -০১)

০৭. কৃত্রিম প্রজনন স্বেচ্ছাসেবী-----৬


উপজেলা প্রাণিসম্পদ দপ্তর হতে বিতরণ কৃত টিকার নাম মূল্য তালিকা:


ক্রমিক--টিকা বীজের নাম----মাত্রা-----মুল্য

০১. ---বিসিআরডিবি--------১০০----১৫/=

০২.   --আরডিবি-----------১০০------১৫/=

০৩. -ফাউল পক্স-----------২০০--------৪০/=

০৪. -পিজিয়ন পক্স--------১০০---------২০/=

০৫.-ডাক প্লেগ--------------১০০-------৩০/=

০৬-গামবোরো-----------১০০০-------২০০/=

০৭.-সালমোনেলা--------২০০-------৯০/=

০৮.- মারেক্স---------১০০০--------৩৫০/=

০৯.-ফাউল কলেরা---১০০-----৩০/=

১০.এফএমডি----১৬-----১৬০/=

১১. তড়কা---------১০০------৫০/=

১২.  --বাদলা-----২০-------৩০/=

১৩. গলাফুলা------৫০-----৩০/=

১৪.   পিপিআর-----১০০---৫০/=

# চলমান প্রকল্প সমুহ:

১. লাইভস্টক এন্ড ডেইরী ডেভেলাপমেন্ট প্রজেক্ট (এলডিডিপি)।

২. ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২, (এনএটিপি-২)।

৩. পিপিআর রোগ নিমূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প।

 ৪. আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্প।   

৫. কৃত্রিম প্রজনন ও  এমব্রায়ো স্থানান্তর বাস্তবায়ন প্রকল্প।

৬.প্রাণিপুষ্টি উন্নয়ন প্রকল্প  

৭.হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প